যারা অনলাইনে কাজ করেন টাকা উঠানোর জন্য তাদের একটা Payza একাউন্ট থাকা খুব জরুরি, Payza(Alertpay) তে একাউন্ট খোলা ও টাকা উঠানোর নিয়ম
Payza(পূর্বের নাম Alertpay)এর মাধ্যমে বিদেশ থেকে উপার্জিত টাকা বাংলাদেশে উঠানো যায়। এটি সহজ ও উওম। এখানে ফ্রী একাউন্ট খোলা যায়। ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়া যায়।
পেজা তে একাউন্ট খোলার নিয়মগুলো ধাপে ধাপে দেয়া হল।
পেজা তে একাউন্ট খোলার নিয়মগুলো ধাপে ধাপে দেয়া হল।
প্রথম ধাপ: একাউন্ট খুলতে পারবেন এখানে।Sign Up এ ক্লিক করবেন। দেশের নাম বাংলাদেশ দেয়া আছে।এরপর Personal pro select করবেন।
২য় ধাপ: এখানে Step-1 personal information ফরম আসবে। ফরমে দেওয়া অপশনগুলো ভালভাবে পূরণ করবেন।এরপর next step ক্লিক করবেন।
৩য় ধাপ: Step-2 account information ফরম আসবে।যা যা করবেন-
Email address- আপনার ইমেইল দিন। পারলে ব্যক্তিগত মেইল না দিয়ে নতুন মেইল দিন। কারণ এটা হবে পেমেন্ট মেইল তথা অনলাইন ব্যাংক আইডি।
পাসওয়ার্ড দিন।
Transaction pin-> এখানে ৪ বা ৮ সংখ্যার ডিজিট দিতে হবে, কোন বর্ণ ব্যবহার করা যাবে না।
Security question এ একটা প্রশ্ন সিলেক্ট করে নিচে Answer দিন।
Third party-No সিলেক্ট করবেন।
Captcha পূরণ করে Agreement এ টিক দিয়ে Final step এ ক্লিক করবেন। তারা ইমেইলে একটি লিঙ্ক পাঠাবে।লিঙ্কটাতে ক্লিক করে একাউন্ট ভেলিটেডেশন করবেন।
আর তৈরি হয়ে গেল আপনার পেজা একাউন্ট। এই পেজার ইমেইল যেসব সাইটে কাজ করবেন সেখানে পেমেন্ট মেইল হিসেবে ব্যবহার করবেন।
৪র্থ ধাপ/টাকা উত্তোলন: টাকা উঠানোর জন্য ব্যাংক একাউন্ট যুক্ত করতে হবে। এই কাজটা একাউন্ট খোলার সাথে সাথে বা কিছুদিন পরে করতে পারবেন।বাংলাদেশের যে কোন ব্যাংক একাউন্ট যুক্ত করা যায়।
My payza account এ ক্লিক করবেন। এরপর my bank accounts সিলেক্ট করুন।
Mobile phone এ বাংলাদেশ সিলেক্ট করে নম্বর দিন।
Bank information-> একাউন্ট নম্বর,ব্যাংকের নাম সিলেক্ট করুন,ব্রাঞ্চ ও শহরের নাম দিন।
Documents upload:
Photo id: এখানে আপনার ন্যাশনাল আইডি/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্টের স্কান কপি আপলোড করবেন।
Bank documents: এখানে ব্যাংকের ডকুমেন্ট যেখানে একাউন্টনম্বরসহ ঠিকানা থাকবে তার স্কান কপি আপলোড করবেন।
কিছুদিনের মধ্যে এড হবে।টাকা জমা হলে withdraw অপশনে ক্লিক করে টাকা উঠান। কিছুদিনের মধ্যে টাকা ব্যাংকে আসবে। এখানে ক্লিক করে একাউন্ট করুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন